বিজিটেক কোন ধরণের প্রতিষ্ঠান?

বিজিটেক একটা আইটি ফার্ম। এটির মুল-কাজ হল- বিভিন্ন ধরণের সফটওয়্যার তৈরি করা।
মূলত যে কোন প্রতিষ্ঠানের কার্যাবলী পরিচালনার জন্য সফটওয়্যার, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস বিজিটেক তৈরি করে থাকে।

বিজিটেকের উদ্দেশ্য

বিজিটেকের উদ্দেশ্য হল- ভাল এবং সঠিক সফটওয়্যার তৈরি করা।

আমাদের কেন পছন্দ করবেন? বা আমাদেরকে দিয়ে আপনার সফটওয়্যার কেন তৈরি করাবেন?

সত্যিকার অর্থে, শুধুমাত্র আমাদের পছন্দ করার কোন কারণ নেই। আমরা বলতে পারি, আমাদের কাছ হতে সফটওয়্যার নিলে-

আমরা গতানুগতিকভাবে কখনই বলব না যে, একমাত্র আমরাই এগুলো দিয়ে থাকি বা আর কোন সফটওয়্যার ফার্মই এগুলো দিয়ে থাকে না। আপনি অনেক সফটওয়্যার ফার্ম বাজারে পেতে পারেন, যারা খুব ভাল সফটওয়্যার তৈরি করে থাকে। আমরা শুধু বলব, ভাল কোম্পানি পছন্দ করার সময়, আমাদেরকেও ঐ তালিকায় রেখে যাচাই করুন।

বিজিটেক কখন যাত্রা শুরু করে?

বিজিটেক ২০১৮ সালের ২৬শে ফেব্রুয়ারি যাত্রা শুরু করে।

বিজিটেক ভাল সফটওয়্যার কেন তৈরি করতে পারবে?

বিজিটেকের প্রতিষ্ঠাতা এবং সিইও চৌধুরী আশরাফউল করিম দীর্ঘদিন বিভিন্ন প্রতিষ্ঠানে সফটওয়্যার তৈরির কাজ করেছেন। তিনি ১৯৯৮ সালে বুয়েট হতে যন্ত্র কৌশলে স্নাতক ডিগ্রী অর্জন করার পর নিজেকে সফটওয়্যার তৈরি করার জন্য তৈরি করতে থাকেন। ২০০১ সাল হতে ২০১৮ সালের ফেব্রুয়ারি প্রায় ১৮ (আঠার) বছর উনি বিভিন্ন প্রতিষ্ঠানে সফটওয়্যার তৈরি করার কাজ করেন। উনার কাজ করার প্রতিষ্ঠানসমূহ হল-

  1. ১। ক্যান্ডিড ইনফোটেক (২০০১- ২০০২)
  2. ২। বেক্সিমকো কপমিউটারস (২০০৩-২০০৫)
  3. ৩। এটিআই (২০০৬-২০০৭)
  4. ৪। স্কয়ার হসপিটালস (২০০৭- ২০১৮)
যেহেতু উনি দীর্ঘদিন ধরে সফটওয়্যার তৈরির কাজে নিযুক্ত ছিলেন, স্বাভাবিক ভাবে ধরে নেওয়া যায়, সফটওয়্যার তৈরির বিভিন্ন ধাপের জিনিসগুলো উনি ভালভাবে জানেন এবং উনি এ কাজে অনেক দিনের অভিজ্ঞ। শুধু এ কারণেই বিজিটেক ভাল সফটওয়্যার তৈরি করবে তা নয়। সফটওয়্যার তৈরি যেহেতু একটা দলগত কাজ, বিজিটেক সবসময় – ভাল দল গঠন করে থাকে এবং দলের কাজসমূহ যাতে ভাল পদ্ধতির মাধ্যমে হতে পারে সেজন্য ভাল পদ্ধতি নির্বাচনে এবং তার যথাযথ প্রয়োগে বিজিটেক বদ্ধপরিকর। দলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে বিজিটেক ক্লায়েন্টকে অন্তর্ভুক্ত করে। সফটওয়্যার তৈরিতে বিজিটেক ক্লায়েন্টের চাওয়া-পাওয়া কে সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকে।

ক্লায়েন্টের প্রতি বিজিটেকের আচরণের ধরণ কি রকম?

যে সব প্রতিষ্ঠান বিজিটেকের কাছে সফটওয়্যার তৈরি করার অর্ডার দেয় বা বিজিটেক কে দিয়ে সফটওয়্যার তৈরি করিয়ে সফটওয়্যার ব্যবহার করে থাকে বা বিজিটেকের কাছ হতে তৈরি করা সফটওয়্যার কিনে সফটওয়্যার ব্যবহার করে থাকে তারাই বিজিটেকের ক্লায়েন্ট।

ক্লায়েন্টের প্রতি বিজিটেকের আচরণ হবে ভদ্রসুলভ। বিজিটেক-

  1. ১। ক্লায়েন্টের কথা মনোযোগ দিয়ে শুনবে।
  2. ২। ক্লায়েন্ট কি চায় – তা খুব ভালভাবে বুঝবে।
  3. ৩। ক্লায়েন্টের চাওয়া, বাজেট এবং সময়কাল খুব ভালভাবে বিশ্লেষণ করবে।
  4. ৪। ৩নং বিবেচনায় এনে, কোন ধরণের প্রযুক্তি ক্লায়েন্টের জন্য সবচেয়ে ভাল তা খুঁজে বের করবে।
  5. ৫। একটা ভাল সফটওয়্যার তৈরি করে ক্লায়েন্টকে তা সরবরাহ করবে।

বিজিটেক কি আকারের বা কি বাজেটের সফটওয়্যার তৈরি করে থাকে?

বিজিটেক খুব ছোট হতে শুরু করে খুব বড় যে কোন আকারের সফটওয়্যার তৈরি করে থাকে।
বিজিটেক ০ – অসীম টাকার যে কোন বাজেটের সফটওয়্যার তৈরি করে থাকে।