ই-কমারস সফটওয়্যার

এই সফটওয়্যার ব্যবহার করে একটা প্রতিষ্ঠানের ই-কমারস মানে অনলাইনে প্রোডাক্ট বেচা-কেনা করা যায়। সংক্ষেপে বলা যায় -
এই সফটওয়্যার ব্যবহার করে যে সবকিছু পারবেন/পাবেন তা হল-
১। বিভিন্ন ক্যাটাগরি, সাব-ক্যাটাগরির ভিত্তিতে প্রোডাক্টসমূহের তথ্যাবলী রাখা যায়।
২। প্রোডাক্টসমূহের স্টক মেন্টেইন করতে পারবেন।
৩। ইউজাররা আপনার প্রোডাক্টসমূহ বিভিন্ন ভাবে যে্মন- ক্যাটাগরি, সাব-ক্যাটাগরি, দাম, ব্রান্ড, পুরুষ, মহিলা, শিশু ইত্যাদি আরও অনেক ভাবে দেখতে পারবে।
৪। ইউজাররা তাদের পছন্দানুযায়ী প্রোডাক্টসমূহ অর্ডার করতে পারবে।
৫। ইউজাররা অনলাইনেই বিভিন্ন ধরণের ক্রেডিটকার্ড, বিকাশ ইত্যাদির মাধ্যমে বিল পরিশোধ করতে পারবে। ক্যাশ-অন-ডেলিভারি সুবিধা তো থাকছেই।
৬। ইউজারদের অর্ডার করা প্রোডাক্ট সমূহের ডেলিভারি ট্র্যাক রাখতে পারবেন।
৭। বিভিন্নভাবে সেলস রিপোর্ট দেখতে পারবেন। যেমন একটা সময়কালে কি পরিমাণ সেলস হল, একটা ক্যাটাগরির সেলস কি পরিমাণ হল, একটা সাব-ক্যাটাগরির কি পরিমাণ সেলস হল, একটা প্রোডাক্টের কি পরিমাণ সেলস হল, একটা ব্রান্ডের কি পরিমাণ সেলস হল ইত্যাদি ভাবে সেলস রিপোর্ট পাবেন।
৮। বিভিন্ন ধরণের কুপন ম্যানেজ করতে পারবেন।