ওয়েবসাইট ডেভেলপমেন্ট

বিজিটেক সকল ধরনের কোম্পানির জন্য ওয়েবসাইট তৈরি করে থাকে। আমরা স্ট্যাটিক, ডাইনামিক দু-ধরনের ওয়েবসাইট তৈরি করে থাকি, আপনার চাহিদামত।
আমরা খুব কম বাজেট এবং বেশী বাজেট দু-ধরনের বাজেটেরই ওয়েবসাইট তৈরি করে থাকি। আপনার বা আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট বিজিটেকের মাধ্যমে তৈরি করার পদ্ধতি সমূহঃ
১। আপনি বিজিটেকের ০১৭৪২৫৪৪১৭৮ এই নম্বরে কথা বলুন।
২। আপনি কি ধরনের ওয়েবসাইট তৈরি করতে চান – সেটি সম্পর্কে কিছু বলুন। কোন সাইট, রেফারেন্স হিসাবে থাকলে বলুন।
৩। বিজিটেক আপনাকে আনুমানিক বাজেট এবং সময়কাল জানাবে যদি সম্ভব হয়।
৪। বিজিটেক আপনাকে কিছু সাইটের নমুনা দেখাবে যদি প্রয়োজন পড়ে।
৫। অতঃপর আপনার সাথে আলোচনা করে, ওয়েবসাইটে কি কি থাকবে তা চূড়ান্ত করা হবে।
৬। বিজিটেক কিছু খসড়া ডিজাইন দেখাবে এবং সেখান হতে একটা ডিজাইন চূড়ান্ত করা হবে।
৭। বিজিটেক সংশোধিত চূড়ান্ত বাজেট এবং সময়কাল জানাবে যদি প্রয়োজন পড়ে।
৮। পুরো ওয়েবসাইট এর কাজ সরবরাহযোগ্য অনেকগুলো ছোট ছোট কাজে ভাগ করা হবে। প্রতিটি কাজ সম্পন্ন করার পর আপনাকে দেখানো হবে। কাজগুলো ঠিকমত হয়েছে কিনা বিজিটেক আপনার কাছ হতে জানবে।
৯। ওয়েবসাইট দেখানোর জন্য কিছু জিনিসের প্রয়োজন পড়ে- ডোমেইন এবং হোস্টিং। আাপনার কোম্পানির নাম যদি হয় advancedtech তাহলে আপনার ওয়েবসাইটের ডোমেইন নাম হতে পারে- www.advancedtech.com – এই ডোমেইন আর কেউ কিনে না থাকলে আপনি কিনতে পারবেন। অতঃপর হোস্টিং। হোস্টিং মানে যেখানে আপনার ওয়েবসাইটের ফাইলগুলো থাকবে। ডোমেইন এবং হোস্টিং এর দাম একসাথে.৩০০০/ ( তিন হাজার)/৪০০০/ (চার হাজার) টাকা হতে শুরু করে উপরে অনেক হতে পারে। এই ডোমেইন এবং হোস্টিং আপনার থাকলে বিজিটেক ওয়েবসাইটের ছোট ছোট কাজ যখনই সম্পন্ন করবে তখনই এই হোস্টিং এ দিয়ে দিবে আর আপনি যে কোন জায়গা হতে সম্পন্ন করা কাজগুলো দেখে নিতে পারবেন এবং আপনার মতামত বিজিটেক কে জানাতে পারবেন।
১০। আপনার নিজস্ব ডোমেইন এবং হোস্টিং না থাকলে বিজিটেক তার হোস্টিং হতে কাজগুলো আপনাকে দেখাবে এবং কাজগুলো সম্পর্কে আপনার মতামত জানবে।
১১। এরই মধ্যে আপনি একটা ডোমেইন এবং হোস্টিং কিনে ফেলবেন যদি আপনার নিজস্ব ডোমেইন এবং হোস্টিং না থাকে। এক্ষেত্রে বিজিটেক আপনাকে সহযোগিতা করবে যদি প্রয়োজন পড়ে।
১২। আপনার ডোমেইন এবং হোস্টিং ক্রয় করা হয়ে থাকলে বিজিটেক ‘Coming Soon’ পেইজ দিয়ে দিবে।
১৩। এভাবে পুরো ওয়েবসাইট যখন হয়ে যাবে তখন বিজিটেক আপনার হোস্টিং এর এক জায়গায় সাইট দিয়ে দিবে। আপনি বা আপনার পক্ষ হয়ে কেউ পুরো সাইটের কার্যকারিতা পরীক্ষা করে দেখবেন। এ সাইট তখনও সবাই পাবে না।
১৪। যদি সবকিছু ঠিকমত কাজ করে তখন এ সাইট পাবলিশ করা হবে যাতে করে সবাই আপনার ডোমেইন ব্রাউজ করলে আপনার সাইটটি পায়।